সিলেটে ৩ ওলির মাজার জিয়ারত শেষে জনসভায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

সিলেটে ৩ ওলির মাজার জিয়ারত শেষে জনসভায় প্রধানমন্ত্রী

সিলেটে হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত শেষে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা সাড়ে ১২টার দিকে গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে জোহরের নামাজ ও দুপুরের খাবার গ্রহণ প্রধানমন্ত্রী ।

পরে বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দিয়েছেন। এরপর বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা সিলেটে রয়েছেন।

এদিকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা।

শনিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম।

এরপর গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী। পরে যথাক্রমে ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নিজ খরচে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট