চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চেস্টা করবো : ড. মোমেন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চেস্টা করবো : ড. মোমেন

সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ কে মোমেন বলেছেন, দীর্ঘদিন চা বাগানে চাকরির সুবাদে চা শ্রমিক ভাই বোনদের সাথে রয়েছে আত্মার সম্পর্ক আগামী ৩০ তারিখে জাতীয় নির্বাচনে আপনাদের ভোটে আমি যদি জয়ী হই তাহলে চা শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নে আমি সর্বোচ্চ চেস্টা করবো।

শুক্রবার দুপুরে সদর উপজেলার দলদলী চা শ্রমিক যুবসংঘ আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রাজু গোয়ালার পরিচালনায় ও সদর উপজেলা চেয়ারম্যান আসফাক আহমদের সভাপতিত্বে ড. মোমেন আরও বলেন, বঙ্গবন্ধু প্রথম চা শ্রমিক দের ভোটের অধিকার দিয়েছিলেন তার কন্যা শেখ হাসিনা বর্তমানে তাদের জীবন উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ড. মোমেন বলেন, শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসলে প্রতিটি চা বাগানে একটি করে স্কুল করার চেষ্টা করবো।

এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাফর চৌধুরী, খালেদ মেম্বার, রমেশ মুন্ডা, মিন্টু দাস, মনোরঞ্জন দাস, শক্তি ভট্টাচার্য্য, বিকাশ রঞ্জন মুন্ডা, রিপন কর্মি, রনো বাহাদুর জাবে, লুঠন গোয়ালা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট