বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগে ড. মোমেন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগে ড. মোমেন

ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে অব্যাহত গুড়ি গুড়ি বৃষ্টিতেও গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।  তিনি মঙ্গলবার সকাল থেকে নগরীর ২৫নং ওয়ার্ডের কায়স্তরাইল, তোপখানা ও কাজিরবাজার, করিম উল্লাহ মার্কেট, আগপাড়া, পাঠানটুলারয় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন তিনি।

এসময় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর সিলেটে আসবেন। নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার আরো বেগবান হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সিলেটসহ দেশের সাধারণ নাগরিকদের বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যারা উন্নয়ন চায় না, দেশকে পাকিস্তানের আদলে রাষ্ট্র বানাতে চায় তারাই এহেন কর্মকান্ডে লিপ্ত। পাকিস্তানের টাকায় তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এসকল ষড়যন্ত্রকারীর ব্যাপারে সজাগ থাকতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান ড. মোমেন।’

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামিমা শাহরিয়ার, মহানগর কৃষকলীগ সভাপতি আব্দুর রকিব বাবলু, ব্যবসায়ী আতাউল্লাহ সাকের, সানাউল্লাহ ফাহিম, ব্যবসায়ী জামাল মিয়া, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সিলর চন্দন রায়, ছাত্রলীগ নেতা এ কে এম মাহমুদুল হাসান সানী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ সুমিত, জুমাদিন আহমদ প্রমুখসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট