জনতার রায় ঠেকানোর ষড়যন্ত্র সফল হবে না : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

জনতার রায় ঠেকানোর ষড়যন্ত্র সফল হবে না : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- আওয়ামীলীগ গায়ের জোরে দেশ পরিচালনার রাজনীতিতে বিশ্বাস করে। তাদের প্রতিহিংসার রাজনীতিতে আজ মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত। তাদের প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই জননেতা ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করে রেখেছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর হাজার হাজার মামলা দেয়া হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা বিরোধী মতের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে আওয়ামীলীগের প্রতিহিংসার রাজনীতির সমুচিত জবাব দিতে গণতন্ত্রকামী জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনতার বিজয় ঠেকানোর কোন ষড়যন্ত্র সফল হবে না।
তিনি শনিবার সকাল ৮টা থেকে থেকে ১০টা পর্যন্ত নগরীর রিকাবীবাজার, মধুশহীদ, মেডিকেল রোড ও বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবি নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল ও সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট