২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচন কমিশন এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ প্রশাসন চরম একপেশে আচরণ করছে। সিলেট সদর উপজেলা ও নগরীর প্রতিটি পাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ। সরকারি দলের লোকজন নির্বাচনী প্রচারণায় কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না। আগামী ৩০ ডিসেম্বর আবারো সরকারি দলের সন্ত্রাসীরা ভোট ডাকাতির অপচেষ্টা করতে পারে। ভোটের দিন প্রয়োজনে কেন্দ্র ঘিরে জনতার প্রাচীর গড়ে তুলতে হবে।
শাহজালাল (র.)-শাহপরাণ (র.) সহ ৩৬০ আউলিয়ার পূণ্যভূমিতে কোনরূপ অনাচারের অপচেষ্টা সিলেটবাসী সহ্য করবে না।
তিনি বৃহষ্পতিবার রাতে সিলেট মহানগর বিএনপির এক জরুরী সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর আম্বরখানায় সিলেট-১ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সিলেট মহানগর বিএনপির ২৭ টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রমের জন্য ২৭ জন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেকের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি আহাদুস সামাদ, আমির হোসেন, জিয়াউল হক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ও এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সহ সাধারণ সম্পাদক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান নজিব, এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, মহবুব চৌধুরী, সিটি কাউন্সিলর তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D