‘ধানের শীষ বিএনপির নয় এটি জনগনের মুক্তির মার্কা’

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

‘ধানের শীষ বিএনপির নয় এটি জনগনের মুক্তির মার্কা’

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর : একাদশ জাতীয় নির্বচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী দিলদার হোসেন সেলিমের পক্ষে আনুষ্ঠানিক পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন- শেখ হাসিনার সরকারের আমলে মানুষ শান্তিতে বসাবাস করতে পারে নাই। নিজ দলের দলীয় প্রতিক নিয়ে স্বাধীন ভাবে নির্বাচন করতে পারছে না বিভিন্ন দল। তিনি আরও বলেন ধানের শীষ বিএনপির মার্কা নয় এটি হচ্ছে জনগনের মুক্তির মার্কা। ৩০ ডিসেম্বর মুক্তির প্রতিক হিসাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি দিতে হবে। বর্তমান সরকারকে অবৈধ বলে ঘোষনা করেন। নিজেদের মুক্তির জন্য নৌকায় ভোট না দেওয়ার আহবান করেন। ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক, ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান।

বুধবার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী মিউজিয়াম বাড়ীতে ধানের শীর্ষের সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, ধানের র্শীষের মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. নুরুল হক, সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ছাতক দোয়রা বাজার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জমিয়তের সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মুুহিবুল হক মুুহিব, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ শাহপরান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি উসমান গনি, সাধারন সম্পাদক শাহ আলম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক আলী আকবর, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, মাওলানা মাসুদ আজহার, মাওলানা রেজাউল করিম, মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসিম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন বেলাল, সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির খান প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট