শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার : সিলেটে হযরত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষের’ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করতে মাজারে আসেন। তিনি ছাড়াও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খানও তার সাথে ছিলেন।

শাহজালালের মাজার জিয়ারত শেষে মাগরিবের নামাজের পর শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করতে যান তারা।  পরে ধানের শীষের গণসংযোগ করবেন। সন্ধ্যা সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট