তীর খেলা ও মাদকমুক্ত সিলেট গড়তে চান খন্দকার আব্দুল মুক্তাদীর

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

তীর খেলা ও মাদকমুক্ত সিলেট গড়তে চান খন্দকার আব্দুল মুক্তাদীর

১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার : ‘তীর খেলা ও মাদকমুক্ত’ সিলেট গড়তে চান সিলেট-১ আসনে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত কয়েক মাস ধরে সিলেটে বিএনপি’র ৬ শতাধিক নেতা-কর্মী কারাবন্দী রয়েছেন। নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে তিনজন ইউপি চেয়ারম্যানসহ আরো ১২/১৩ জন নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। এটা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অন্তরায় বলে তিনি মন্তব্য করেন। বিএনপি আন্দোলনের অংশ হিসাবে এ নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ, বিএনপি নেতা এডভোকেট আব্দুল গফফার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আজমল বখত সাদেক, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল’সহ সিনিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট