সিলেটের ছয়টি আসনের পাঁচটিতেই বিএনপির প্রার্থী, একটি পেলো জমিয়ত

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

সিলেটের ছয়টি আসনের পাঁচটিতেই বিএনপির প্রার্থী, একটি পেলো জমিয়ত

সিলেটের ছয়টি আসনেই ২০দলীয় জোটের একক প্রার্থী চুড়ান্ত করলো বিএনপি। দু’দিনে এ ছয়টি আসনে দলীয় ও জোটের প্রার্থী ঘোষণা করে বিএনপি। চূড়ান্ত হওয়া প্রার্থীদের চারজনই রয়েছেন নতুনমুখ। এবার জেলার কোনো আসনই বিএনপি শেষ পর্যন্ত জামায়াত ছাড় দেয়নি। তবে, জামাযাতের বদলে একটি আসন ছাড় পেয়েছে জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলাম। বিএনপি ছাড়াও জমিয়তের প্রার্থীও এবার ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

ছযটি আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় কমিটির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে দলের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সিলেট-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ আসনে জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট