৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
৩ ডিসেম্বর ২০১৮, সোমবার : সিলেটের ৬টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৪ আসনে একজন করে, সিলেট-২ ও সিলেট-৩ আসনে ৩ জন করে, সিলেট-৫ আসনে ৫ জন এবং সিলেট-৬ আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বাছাইশেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
সিলেট-১ আসনে মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মুহিবুর রহমান, ড. এনামুল হক সর্দার ও আব্দুর রব মল্লিক, সিলেট-৩ আসনে বিএনপির ধানের শীষের কাইয়ুম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ, মোঃ আব্দুল ওদুদ।
সিলেট-৪ আসনে জাতীয় পার্টির এম ইসমাইল আলী আশিক, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী, ইসলামী আন্দোলনের নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল ওয়ালী, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী এম এ মতিন চৌধুরী সিলেট-৬ আসনে সিলেট-৫ আসনের বর্তমান এমপি সেলিম উদ্দিন ও ২০ দলীয় জোটের স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন মিলুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D