মুক্তি পেলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

মুক্তি পেলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ

৩ ডিসেম্বর ২০১৮, সোমবার : উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

গতকাল রোববার (২ ডিসেম্বর) বাদ আসর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানান।

সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের ব্যাঞ্চ থেকে এসএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর ৫১৩/১৮ মামলায় জামিন পান তিনি। সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রোববার তিনি মুক্তি পান। আলী আহমদের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ’সহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট