ছাতকে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী মিলন

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

ছাতকে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী মিলন

ছাতকে ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শুরু করেছেন সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।

বিএনপি নেতা হাজী কদরুল ইসলামের সভাপতিত্বে ও শাহজাহান চৌধুরী আব্দুল্লাহর পরিচালনায় কালারুকা ইউনিয়নের হাসনাবাদে, বিএনপির নেতা সামছুল ইসলামের সভাপতিত্বে ও কবির আহমদের পরিচালনায় উত্তর খুরমা ইউনিয়নের ধারনবাজারে ও বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে ও আতাউর রহমানএমরানের পরিচালনায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে পৃথক ৩টি পথ সভায় তিনি বক্তব্য রাখেন।

পথসভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, বিএনপি নেতা নজরুল ইসলাম, শামছুর রহমান শামছু, শফিকুল ইসলাম মতি, হিফজুল বারী শিমুল, সামছুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা আজিজুর রহমান, আতাউর রহমান এমরান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট