প্রবীণ মুরব্বী আব্দুর রহমান চৌধুরী’র ইন্তেকাল, আজ জানাযা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

প্রবীণ মুরব্বী আব্দুর রহমান চৌধুরী’র ইন্তেকাল, আজ জানাযা

২৫ নভেম্বর ২০১৮, রোববার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিমের পিতা, সিলেট নগরীর ১৪২-হাউজিং এস্টেট নিবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার আব্দুর রহমান চৌধুরী (লোকমান মিয়া) গতকাল ২৪ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টায় ঢাকার সিএমএইচ-এ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের ১ম জানাযা আজ ২৫ নভেম্বর রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে শরীফে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাজা মরহুমের নিজ বাড়ী গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মুসল্লিদেরকে জানাযায় অংশগ্রহন ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট