বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মুবারক র‌্যালি

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মুবারক র‌্যালি

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে এক বর্ণাঢ্য মুবারক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ। বুধবার বাদ যোহর বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা থেকে র‌্যালীটি বের হয়ে পুরান বাজার ও নতুন বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরআগে সকাল থেকেই বিশ্বনাথের প্রতিটি ইউনিয়ন ও মাদ্রাসা থেকে সজ্জিত গাড়িসহ বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় জমায়েত হতে থাকেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। দুপুর ১২টা থেকে শুরু হয় আলোচনা সভা। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি বিশ্বনাথ’র আহবায়ক সূফি সামছুল ইসলাম সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধূরী আলী আনহার শাহান’র পরিচালনায় বিভিন্ন আলেম সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশগ্রহন করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট