নাশকতার তিন মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট গৃহীত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

Manual6 Ad Code

রাজধানীর দারুসসালাম থানার নাশকতার তিন মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছেন আদালত।

Manual3 Ad Code

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল চার্জশিট আমলে গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

Manual3 Ad Code

গত ১১ মে দারুসসালাম থানা পুলিশ খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

গত বছরের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়েছিল।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code