চূড়ান্ত পর্বে উঠায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

এএফসি অনুর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চীনা তাইপেকে পরাজিত করে চূড়ান্তপর্বে উঠায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-এর বাছাইপর্বের সি-গ্রুপের ম্যাচে বাংলাদেশ তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনা তাইপেকে ৪-২ গোলে পরাজিত করে চূড়ান্তপর্বে উঠে।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য এএফসি-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-এর চূড়ান্ত পর্বে তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি তাদের দক্ষতা বাড়াতে অনুশীলনে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট