মীর কাশেমের স্বজনদের মোবাইল জব্দ

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

মানিকগঞ্জ : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর স্বজনদের মোবাইল জব্দ করেছে পুলিশ।

এর আগে মীর কাসেম আলীর মরদেহ গ্রহণ ও দাফন করতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে পৌঁছান তার পরিবারের ৪০ জন সদস্য।

শনিবার রাত ১১টার দিকে চারটি গাড়িতে করে পরিবারের সদস্য সেখানে পৌঁছান।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা শেষেই পরিবারের সদস্যরা চালা গ্রামের দিকে রওনা হন।

এর আগে হরিরামপুরের চালা গ্রামের ৬ কিলোমিটার দূরে ঘিওর থানার কলতাবাজার এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাদের গাড়িবহর ছেড়ে দেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

জানা গেছে, মীর কাসেমের নিজ অর্থায়নে নির্মিত মসজিদের উত্তর পাশে লেবু বাগান আর বাঁশ বাগানের কাছেই সমাহিত করা হবে তাকে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট