বিএনপির মরা গাঙে জোয়ার নেই: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

Manual7 Ad Code

মাগুরা : বিএনপির রাজনীতি এখন ভুলের চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মরা গাঙ্গে এখন আর আন্দোলনের জোয়ার আসে না। তারা এখন নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছে।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে সরকার বিচলিত নয়।বিএনপি যাদের মদদ দিচ্ছে, উৎসাহ যোগাচ্ছে, পৃষ্টপোষকতা করছে সেই সাম্প্রদায়িক ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে নিয়ে সরকার বিচলিত। কারণ ওই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এখন আমাদের নাম্বার ওয়ান বিপদ। জনগণকে সাথে নিয়ে সরকার ওই অপশক্তিকে মোকাবেলা করতে বদ্ধপরিকর।

সেতু মন্ত্রী আরো বলেন, দেশ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকে, তাহলে বাংলাদেশ পথ হারাবে না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শুধু প্রশংসাই করেননি বরং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে গেছেন।

Manual4 Ad Code

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মহাকালের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, সে নাম মুছে ফেলার ক্ষমতা কারো নেই। বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চেয়েছিল তাদেরকে মানুষ আজ নিষিদ্ধ করেছে।

মন্ত্রী মাগুরার বিভিন্ন সড়কসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তরুণ সমাজ দেশের অহংকার। মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করতে হবে।

Manual2 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ড, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code