এ বিজয় আমার নয়, এ বিজয় ২৬ নং ওয়ার্ডবাসীর : কাউন্সিলর লিপন

প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

সোমবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের নির্বাচনে ব্যাডমিন্টন(র‌্যাকেট) মার্কায় প্রায় সাড়ে পাচঁ হাজার ভোট বেশি পেয়ে কাউন্সিলর হিসেবে ২য় বারের মতো জয়লাভ করেছেন রোটারিয়ান আলহাজ্ব তৌফিক বকস্ লিপন। সিলেট নির্বাচন কমিশন তাকে সরকারীভাবে গত রাতেই কাউন্সিলর হিসেবে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে জয়লাভের পরপরই রোটারিয়ান আলহাজ্ব তৌফিক বকস্ লিপন সাংবাদিকদের কাছে তার মত প্রকাশ করে বলেন, এ বিজয় আমার নয়, এ বিজয় ২৬ নং ওয়ার্ডবাসীর। তিনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, আমাকে আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সে জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালবাসা আর মায়া মমতা দেখিয়ে আপনাদের সেবক হিসেবে আবারো কাউন্সিলর পদে বসিয়েছেন, সেই ভালবাসার প্রতিদান দেবার সামর্থ আমার নেই। আমি যতোদিন বাচঁবো আপনাদের সেবা করে যাবো। ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার পশাপাশি আপনাদের সহযোগিতায় ২৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও নাগরিক সূযোগ সুবিধা সম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের পাশে আছি, পাশেই থাকবো। তিনি আরো বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যারা আমাকে সর্বাক্তকভাবে সহযোগিতা করেছেন,তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। আমি আপনাদের ভাই ও সন্তান হয়ে বেচেঁ থাকতে চাই সারাজীবন। আপনাদের বিপদআপদে কিংবা যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে থেকে সহযোগিতার ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট