২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮
মস্কো : কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। রাফায়েল ভারানের পর আতোয়োন গ্রিজম্যান দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান।
৪০ মিনিটে রাফায়েল ভারানে ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন। গ্রিজমানের ফ্রি-কিকে ভারানের হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।
নিঝনি নভগরোদে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায় শুরু হয়েছে দিনের দুই কোয়ার্টার ফাইনালের প্রথমটি। চার মিনিট পর ম্যাচের সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে উরুগুয়ে। কর্নার থেকে ডিফেন্ডার মার্টিন ক্যারোসের হেড ঝাঁপিয়ে পড়ে ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস দলকে বিপদ মুক্ত করেন, তা না হলে গোল হতেও পারতো।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয়ার্ধের শুরুতে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তাই ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার আতোয়োন গ্রিজম্যান। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে উরুগুয়ে গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। তার শট গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ায় বল।
অবশ্য এর আগে ম্যাচের শুরুর দিকে উরুগুয়েই বেশি সুযোগ পেয়েছিল। তাই শুরুতে এগিয়েও যেতে পারতো প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। চতুর্থ মিনিটেই দারুণ সুযোগ হাতছাড়া করে তারা। দিয়েগো লাক্সাল্টের ক্রসে নাহিটান নানডেজ পা ছোঁয়ালেই গোল হতো কিন্তু তিনি পারেননি বল জালে জড়াতে, তাই শুরুতেই উরুগুয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়।
অবশ্য দুই গোলে পিছিয়ে উরুগুয়ে যেন খেই হারিয়ে ফেলে। পরবর্তী সময়ে তারা পারেনি ফ্রান্সের রক্ষণভাগে খুব একটা নাড়া দিতে। তাই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে সুয়ারেজের দলকে।
লড়াইটা দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলেরও। ১৯৩০ ও ১৯৫০ আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। লড়াইটা ছিল লাতিন আর ইউরোপের ফুটবলের।
শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের প্রতিবেশী আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টারে এসেছে ফ্রান্স। তাই ফ্রান্সের জন্য লাতিন কৌশল বোঝা একটু সহজ হতে পারে! এছাড়া ফ্রান্সের তরুণ তারকা এমবাপ্পে আছেন দুর্দান্ত ফর্মে।
তবে পিছিয়ে ছিল না উরুগুয়েও। সুয়ারেজ-কাভানিও যেকোনো ডিফেন্স তছনছ করতে ওস্তাদ। সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও ফ্রান্স। ড্রতে শেষ হয় সেই ম্যাচ। সবমিলে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ৩টি ম্যাচে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D