খালেদা জিয়ার প্রশ্ন, জঙ্গিদের জীবিত ধরা হয়নি কেন?

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জঙ্গিদের জীবিত ধরা হয়নি কেন? জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে ও তথ্য উদঘাটনের জন্য তাদের জীবিত ধরা প্রয়োজন ছিলো। কেন তাদের হত্যা করা হলো?

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সময় শায়খ আবদুর রহমানকে ধরতে অনেক সময় ও কষ্ট হয়েছিলো। এরপরও আমরা তাকে ধরেছিলাম এবং বিচারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করা হয়েছিলো। কিন্তু এ সরকার কাউকে ধরছে না, তারা হত্যা করছে।

এ সময় সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়েও সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট