ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে গ্রেনেড হামলা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে গ্রেনেড হামলা

আদ্দিস আবাবা : ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবিই আহমেদের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত বিশাল সমাবেশে আহমেদ বক্তব্য শেষ করতেই এই হামলার ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত আছেন। খবর আলজাজিরার

হামলার কিছুক্ষণ পর টেলিভিশনে দেয়া এক ভাষণে ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, হামলায় অল্প কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ ফিটসুম আরেগা টুইটারে বলেন, অজ্ঞাত হামলাকারীরা সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে। যাদের মন ঘৃণায় পরিপূর্ণ তারা এই হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নিরাপদে আছেন।

হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তৃতা শেষে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করছিলেন প্রধানমন্ত্রী আহমেদ। এসয় বিস্ফোরণ ঘটলে লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে। প্রধানমন্ত্রীকে তার নিরাপত্তাকর্মীরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট