বিএনপিকে আরো কাঁদতে হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আপনাদের আরো কান্না আছে, আরো কাঁদতে হবে’।

বৃস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুলের কান্নার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আপনার (ফখরুলের) এখন কেঁদে বুক ভাসিয়ে কোনো লাভ হবে না, আমাদের তো তখন (বিএনপি ক্ষমতায় থাকা কালীন সময়ে) কাদতেও দেয়া হতো না। আপানারা কাঁদতেই থাকবেন, আপনাদের কান্নার শেষ হবে না’।

তিনি আরো বলেন, ‘আপনারা যে পাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন তাতে আপনাদের কান্নায় জনগণ সহানুভূতি দেখাবে না’।

কামরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে সপরিবারে, নির্মম ভাবে হত্যা করেছে তারাই জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল, তারাই ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আর এরাই আজকের জঙ্গিবাদ।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট