২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর জানাজা আজ শনিবার বিকেল তিনটায় পৌর শহরের এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিরাজুল জব্বার চৌধুরীর লাশ সিলেটে নিয়ে আসা হবে। তার লাশ সিলেটে ডায়াবেটিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মেয়রের পুত্রবধু এবং নাতিসহ স্বজনরা লন্ডন থেকে আসার সুবিধার্থে শনিবার জানাজার তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। মেয়রের পাশাপাশি তিনি উপজেলা আওয়ামীলীগেরও যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
গত সপ্তাহে তার হার্টে বাইপাস সার্জারী করা হয়। অপারেশনের পর থেকে তাঁর লিভার, কিডনীসহ শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হতে থাকলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে গোলাপগঞ্জের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মো. শাহাব উদ্দিন, জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ চার দশকের বেশি সময় থেকে গোলাপগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রণকেলী গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরীর একমাত্র পুত্র। তিনি সমাজসেবা ও রাজনীতির পাশাপাশি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। বিগত প্রায় তিন দশক থেকে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি/সহ-সভাপতি এবং রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি/সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া, দীর্ঘদিন থেকে তিনি রণকেলী মহিউসসুন্নাহ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রণকেলী উত্তর জামে মসজিদের মুতাওয়াল্লী ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D