অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

Manual6 Ad Code

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

এসময় তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে আপনার ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে তাদের মেরে ফেলা হয়েছে। সিগন্যালে গাড়ি থামে, রাস্তায় ইয়াং ছেলেপেলে হকারি করে গাড়ির দিকে এগিয়ে এসে কিছু দিতে গিয়ে চিনে ফেলায় বলে- স্যার আমিতো বিএনপি করতাম লক্ষ্মীপুরে এতো মামলা পালিয়ে এসেছি এখন ঢাকাতে হকারি করছি’

Manual5 Ad Code

মঙ্গলবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণসহ ৩০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এ সভার আয়োজন করে।

এসময় আবেগাপ্লুত কণ্ঠে ফখরুল বলেন, ‘রিকশা চালায় আমাদের ছেলেপেলে…’

এসময় এ অবস্থাকে ভয়ানক বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গুম করা আমাদের নেতা কর্মীদের- খুজে পাওয়া যায়না।’

এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করে  মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে (ডেইস) বলল আপনাদের সামনেই।’

Manual5 Ad Code

তিনি বলেন, ‘আমি দুঃখিত। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে, বাবার সঙ্গে ঈদ করতে চায়। সেই দেশ এখন। এর জন্য যুদ্ধ করেছিলাম?’

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনো গুম খুন কিংবা হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না। বরং তদন্তের আগেই বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অভিযুক্তদের মেরে ফেলা হচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code