বিএনপি মুনাফিক ও বিশ্বাস ঘাতক : নাসিম

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ১২ বছর পর জেগেছে। এরা মুনাফিক ও বিশ্বাস ঘাতক। আসলে তারা ভণ্ড ও চোরের দল। এর প্রমাণ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এখনো তারা দু:খ প্রকাশ করেনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সোনালী ব্যাংক শাখা।

‘২১ আগস্ট একটি কলঙ্কজনক ও দু:খজনক ঘটনা। আমরা এ ঘটনায়  দু:খ প্রকাশ করছি’ এই বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন নাসিম। তিনি বলেন, ‘৭১ এর পরাজিত শক্তির উত্তরসূরী খালেদার নেতৃত্বাধীন বিএনপি। এরা এখনো সেই পরাজয় মেনে নিতে পারে নি। এরা দেশকে ধ্বংস করতে জেএমবি, হুজি, আনসারুল্লা বাংলাটিমসহ বিভিন্ন নামে ষড়যন্ত্র করছে।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো চক্রান্ত করে লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ আছে।’

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির মূল টার্গেট শেখ হাসিনাকে হত্যা করা। তারা ২০০৪ সালের ২১ আগস্ট তাকে (শেখ হাসিনা) হত্যা করতে পারে নি। এখনো তারা সে চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে বিশ্বের কাছে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। যারা রাস্তায় মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়েছে তারাই এসব কাজ করছে। কিন্তু তাদের সে আশা কখনও পূরণ হবে না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল, সংগঠনের চেয়ারম্যান  হেলাল মূর্শেদ খান, আওয়ামী লীগের উপ কমিটির উপ সম্পাদক এম এ করিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট