ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিশু নিহত

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিশু নিহত

ভারতের উত্তর প্রদেশের কুশীরনগরে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ শিশু নিহত ও আরো আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজ্যের খুশিনগর জেলায় গার্ডবিহীন একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’কে জানিয়েছেন এক কর্মকর্তা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় স্কুল বাসে ২৫জনের মতো শিক্ষার্থী ছিলেন। আহতদের দুর্ঘটনা স্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখার জন্য গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এ নিয়ে চলতি মাসে ভারতে স্কুল শিশুদের বহনকারী দ্বিতীয় আরেকটি বাস দুর্ঘটনায় পড়ল। এর আগে ৯ এপ্রিল হিমাচল প্রদেশে একটি স্কুলবাস ১০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে ২৩ শিশু ও চার অভিভাবক নিহত হয়েছিলেন।

এছাড়া ২০১২ সালের ভারতীয় সরকারি প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ রেল দুর্ঘটনায় মারা যান। সারা দেশের শতাধিক রেলক্রসিং অরক্ষিত এখন দুর্ঘটনা প্রবল বলেও প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট