সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার বিকাল ৪টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচী পালন করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, জেলা বিএনপির উপদেষ্টা শহিদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দীকি, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা বলেন, ‘খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের মা। অবৈধ আওয়ামী ফ্যাাসিস্ট সরকার আদালতকে ব্যবহার করে গণতন্ত্রের মাকে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েশি রায়ে কারাগারে আটকে রেখেছে। খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার ষড়যন্ত্র শুরু করেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দের শান্তিপূর্ণ কর্মসুচীতে সরকারের পেটুয়া বাহিনী পুলিশের বর্বর আচরণ এদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন টালাবাহান বরদাশত করা হবে না। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

Manual8 Ad Code

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ছিল সতর্কাবস্থায়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code