সরকার দেশকে জঙ্গির কারখানা বানাতে চায়: সেলিমা রহমান

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

Manual4 Ad Code

সরকার দেশকে জঙ্গিদের কারখানা বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট নয়। তারা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘আন্তর্জাতিক মিডিয়া, সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় মূল্যবোধ’ শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

সেলিমা রহমান বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশে কোনো জঙ্গি নেই। সরকার বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে তাদের জঙ্গি বানানোর চেষ্টা করছে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘সরকারের প্রত্যেকটি খাতে আজ দুর্নীতিতে ভরে গেছে। তারা মুখে বড় বড় কথা বলেন কিন্ত মনে রাখতে হবে দুর্নীতির মাধ্যমে কখনো দেশের উন্নয়ন হয় না। বর্তমান সরকারের আগ্রাসী ভূমিকার কারণে দেশ ক্রমেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অথচ তারা বলছে দেশের উন্নয়ন হচ্ছে। যেখানে দেশের সাধারণ মানুষ এখনো অবহেলিত সেখানে উন্নয়নের ঢোল পিটানো বোকামি ছাড়া কিছুই নয়।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চায়। আর সেই নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় তাহলে তাদের কোনো দুঃখ নেই।’

তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ শিক্ষাব্যবস্থায় উন্নত পর্যায়ে ছিল। কিন্তু আজ এইচএসসির ফলাফলে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারের রেজাল্ট অনেক খারাপ। গত কয়েক বছর ধরে যখন শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে আসছে সেখানে হঠাৎ করে এই অবস্থা কেন-যা জনমনে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

Manual7 Ad Code

একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে সরকারের নির্দেশ সাদা খাতায়ও পাশ নম্বর দিতে হবে, সেখানে কিভাবে প্রকৃত মেধাবীরা উঠে আসবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।

জলবায়ু বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মো.আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন, বিএনপির নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ, অল কমিউনিটি চিত্র নায়িকা শায়লা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code