১৭ বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মাধবপুর থানার মমিনুল

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

১৪ আগস্ট ২০১৬, রবিবার : সিলেট রেঞ্জে টানা ১৭ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পদক পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।
শনিবার সকালে সিলেট ডিআইজি সম্মেলন কক্ষে সিলেটের ডিআইজি মিজানুর রহমান (পিপিএম) কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এসআই মমিনুলের হাতে ১৭ বারের মত পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
মাধবপুর থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ডার সহ  হবিগঞ্জ পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র ও সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট