থাইল্যান্ডে সিরিজ বোমা বিস্ফোরণে ৪ জন নিহত

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

থাইল্যান্ডের বিভিন্ন স্থানে সিরিজ বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে ও পর্যটন শহর হুয়া হিনে বিগত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে আটটি বোমার বিস্ফোরণ হয়েছে। খবর এএফপি, বিবিসির।

বৃহস্পতিবার রাতে হুয়া হিনে দুটি বোমা হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। হুয়া হিনের প্রধান সুথিপং ক্লাই উদম জানান, শুক্রবার সকালে আরও দুটি বোমা হামলা হয়েছে। হুয়া হিনে মোট চারটি বোমা হামলা হয়েছে। পর্যটন দ্বীপ ফুকেটে শুক্রবার দুটি ও সুরাত থানি এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছ।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ত্রাং এলাকায় একটি বোমা হামলা হয়। সিরিজ এই বোমা হামলার পর ব্যাংককে দেশটির জান্তাপ্রধান প্রায়ুথ চ্যান ওচা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ ধরণের হামলা চালানো হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তুলনামূলক অর্থনীতি ও পর্যটন দিয়ে স্থিতিশীলতার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও কেন এমন হামলা? এটা খুঁজে দেখতে হবে।