বালাগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩৭ আসামী গ্রেফতার

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

Manual4 Ad Code

বালাগঞ্জ সংবাদদাতা : বালাগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে পয়োয়ানা ভুক্ত (ওয়ারেন্ট) ৩৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে আসামীরা আদালতে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম জালাল উদ্দিন, এস আই মুহিবুর রহমান ও এসআই নুর উদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওসমানীনগর থানার গোয়ালা বাজার তাজপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামীরা বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামের বাসিন্দা। চলতি বছর ঐয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় ঐ গ্রামের সুহেল মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত ৭৬জন আসামীর বিরুদ্ধে পরোয়ানা জারী করেন। জি আর মামলা নং-৩৭। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার বলেন-বুধবার সন্ধ্যার দিকে সিলেট থেকে প্রিজন ভ্যান এনে আটক হওয়া আসামীদেরকে সিলেট কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীরদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক হওয়া আসামীরা হলেন-করিম মিয়া, রকিব মিয়া, সিকন্দর উল্লা, রুকন মিয়া, মুজাহিদ আহমদ, রাজু মিয়া, শাহজাহান মিয়া, দিলাল মিয়া, তুহিন মিয়া, খলিল মিয়া, ফিরোজ মিয়া, মনাই মিয়া, জাহির আলী, কবির মিয়া, নজির মিয়া, গেদু মিয়া, খালেদ মিয়া, রশিদ মিয়া, খাজিদ মিয়া, রানু মিয়া, আজমান আলী, খালিছ মিয়া, লটই মিয়া, মনোয়ার মিয়া, জমির মিয়া, আনসার আলী, আক্কাছ মিয়া, আনোয়ার হোসেন, মশাহিদ আলী, সুজন মিয়া, মকবুল মিয়া, লিটন মিয়া, সালাম মিয়া, আজিদ উদ্দিন, সমছুল মিয়া ,দুলু মিয়া ও শাহাদাত মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code