সিরিয়ায় আইএসের ৮৩ তেল ট্যাংকার ধ্বংস

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

দামেস্ক : সিরিয়ায় গত এক সপ্তাহে চরমপন্থী ইসলামিক স্টেটের (আইএস) ৮৩টি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এসব তেল ট্যাংকার ধ্বংস হয় বলে দাবি করেছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র ম্যাথু অ্যালেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক জোট রবিবার সন্ধ্যার দিকে বিমান হামলা চালায়। ইরাক সীমান্তবর্তী দেইর আজ-জোর প্রদেশের আলবু কামাল এলাকায় এসব হামলা হয় বলে পেন্টাগনের মুখপাত্র দাবি করেন।

অ্যালেন বলেন, আইএসের তহবিল দুর্বল করা এবং তেল চোরাচালানের ক্ষমতা ধ্বংসের জন্য বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন টাইডাল ওয়েভ’।

এর অংশ হিসেবে বহুজাতিক বাহিনী আইএসের নিয়ন্ত্রণে থাকা তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেন মুখপাত্র ম্যাথু অ্যালেন।

সূত্র : এএফপি