বিএনপি গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাহী কমিটি দিয়েছে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বিএনপি নিজেদের গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাহী কমিটি দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ‘জামবো’ আকারের কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে বছরের সেরা তামাশা।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সমাবেশ এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ওই ছাত্রীসমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের দলের গঠনতন্ত্র মানে না, তারাই বারবার দেশের সংবিধান লঙ্ঘন করে। এই অগণতান্ত্রিক কমিটিই বিএনপির গণতন্ত্রের নমুনা।

সম্মেলনের সাড়ে চার মাস পর গতকাল শনিবার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট