বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সন্ত্রাসী দল হিসেবে যারা চিহ্নিত সেই জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি মানুষের সাথে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ঐক্যের ডাক দিয়েছেন। ওই ডাকে মানুষ আজ ঐক্যবদ্ধ।

১৯৭১ এ বঙ্গবন্ধু মানুষকে ঘরে-ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, এখন প্রধানমন্ত্রীর ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে-ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

ভোলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা ও ভোলা-বরিশাল রুটে সেতু নির্মাণে নিজের স্বপ্নের কথাও এ সময় উল্লেখ করেন মন্ত্রী।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

আজিজুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, নকিব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এর আগে জেলা সদরের ১৩টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে এসে উপস্থিত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট