মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন  মোসাদ্দেক আলী ফালু।

তার ঘনিষ্ঠ সূত্র জানায়, মোসাদ্দেক আলী ফালু বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে পদত্যাগ করে এ সংক্রান্ত একটি চিঠি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন।

তবে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ফালুর মালিকানাধীন এনটিভির মাধ্যমে খবরটি জেনেছেন। তবে পদত্যাগের কোনো কাগজ দপ্তরে পাননি।

এনটিভি অনলাইনের খবরেও জানানো হয়েছে, সদ্য ঘোষিত কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী ফালু।

মোসাদ্দেক আলী ফালু আগের কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। নতুন কমিটিতে তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছিল।

বিএনপির বহুল আলোচিত ফালু গত বিএনপি জোট সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন এবং  ওই সময়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডানহাত বলেও পরিচিত ছিলেন। এছাড়াও  বিএনপি সরকারের আমলেই তিনি এনটিভি, আরটিভি ও আমার দেশ পত্রিকার  অনুমোদন নেন। বর্তমানে তিনি এনটিভির চেয়ারম্যান।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে তাকে ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট