আসামে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি মার্কেটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। রাজ্য পুলিশ বিবিসিকে জানিয়েছে হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিহত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড এর জঙ্গি। জঙ্গিদের গুলি ও গ্রেনেড হামলায় আরও অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।