খালেদা-তারেককে বাদ দিয়ে জঙ্গি নির্মূল সম্ভব নয়

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

Manual2 Ad Code

খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে জাতীয় ঐক্য ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

Manual5 Ad Code

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, বাংলাদেশ একটি কঠিন সঙ্কটের মধ্যে রয়েছে। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যে ও রাজনৈতিক ঐক্যে গড়ে তুলতে হবে। তবে ‌‘জাতীয় ঐক্যে হয়ে গেছে, এই কথা বলে প্রধানমন্ত্রী জাতিকে বিভক্ত করছেন। কিন্তু আমরা জাতিকে বিভক্ত করতে চাই না। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে জাতীয় ঐক্যে গড়তে চাই।

Manual7 Ad Code

দল নয়, দেশের স্বার্থে জাতীয় ঐক্যে গড়ে তুলতে হবে মন্তব্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার চায় না জনগণের মধ্যে জাতীয় ঐক্য হোক। এই কারণে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে টাগের্ট করেছে। কিন্তু সরকার মনে রাখতে হবে, ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো যেমন নিচিহ্ন হয়ে গেছে তেমনি বর্তমান সরকারের পতন হলেই তারেক রহমানের মামলাও আর থাকবে না।

বর্তমান শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বাংলাদেশ সঙ্কটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন নোমান।

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির নেতাকর্মীরা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code