জামায়াত নিয়ে এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত : ফখরুল

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত।

তার ঐ বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে  অসুবিধা একটি রাজনৈতিক দল। জমায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, দলটি একটি বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে তার অবস্থান পরিষ্কার করেছেন। জাতীয় ঐক্য ইস্যুতে খালেদা জিয়ার ডাক সর্বত্র সারা ফেলেছে। দল এ নিয়ে কাজ করছে। সময়মতো নেত্রী এসব বিষয়ে কথা বলবেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি সংক্রান্ত মামলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরকার বিএনপিকে নির্মূলের যে নীলনকশা প্রনয়ণ করেছেন মওদুদের মামলা তারই অংশ। সরকার প্রতিহিংসার বশবতি কাজটি করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট