কোন চুক্তিটি দেশের স্বার্থের বাইরে প্রমাণ করুন, বিএনপিকে ইনু

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

কোন চুক্তিটি দেশের স্বার্থের বাইরে প্রমাণ করুন, বিএনপিকে ইনু

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে নানা প্রশ্ন তুলছে।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন চুক্তিটি বাংলদেশের স্বার্থের বাইরে, তা বিএনপি প্রমাণ করুক।

শনিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সম্প্রতি অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন উপলক্ষে ১৪ দলের বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রতি আনুগত্য স্বীকার করতে গিয়ে খালেদা জিয়া ভারতের সঙ্গে শত্রু শত্রু খেলেছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সে খেলা বন্ধ করে বন্ধুত্বের হাত বারিয়ে দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এবারে ভারত সফরের মধ্য দিয়ে যেসব চুক্তি সম্পন্ন হবে তার প্রতিটিই বাংলাদেশের স্বার্থে। খালেদা জিয়ার মতো সমস্যা জিইয়ে রাখেন না বঙ্গবন্ধু কন্যা। তিনি একের পর এক সমস্যা সমাধান করে দু’দেশের সম্পর্ক আরো মজবুত করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট