৪ দফা দাবিতে সিলেট ওসমানী বিমানবন্দরে বি’ক্ষো’ভ

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

৪ দফা দাবিতে সিলেট ওসমানী বিমানবন্দরে বি’ক্ষো’ভ

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল, বেবিচকের সকল বিমানবন্দরে প্রেষণে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন তারা। সেই সঙ্গে চার দফা দাবিও জানানো হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।

তাদের ৪ দফা দাবি হচ্ছে –

১. চেয়ারম্যানসহ বেবিচকে ও সকল বিমানবন্দরে প্রেষণে বিমানবাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধ করতে হবে।

২. বেবিচকের আইন বহির্ভূত ‘এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স’ প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে ।

৩. বেবিচক কর্তৃক চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিকরণের লক্ষে চাহিদা মাফিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।

৪. ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের অতিদ্রুত চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট