১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা। তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন ও নানা ধরনের হুমকির কারণে আসতে পারেননি দেশে। এই সময়ের মধ্যে মারাযান তাঁর মা-বাবা ও বড় ভাই । মা-বাবা, ভাইকে শেষবারের মতো দেখতে দেশে আসতে চাইলেও প্রশাসনের নানামূখি হুমকি ও মিথ্যা মামলার কারণে দেখা হয়নি। তবুও দমাতে পারেনি আবেদ রাজা’র আন্দোলন সংগ্রাম ।
আবেদ রাজা যুক্তরাজ্য থেকে দেশ ও জনগণের অধিকার রক্ষায় এবং স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে গড়ে তুলেন দূর্বার আন্দোলন। প্রতিনিয়ত যুক্তরাজ্য বিএনপি’র সাথে থেকে আওয়ামী স্বৈরশাসনের বিরূদ্ধে করেন বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ। দেশের নেতাকর্মীদেরকেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে করেছেন সবধরণের সার্বিক সহযোগীতা । এসবের কারণে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় ক্যাডারদের চক্ষুশোল হয়েছেন বারবার। আবেদ রাজা যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রাম করলেও দেশের বাড়িতে গিয়ে পরিবারের লোকদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হতো বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।
আগামী মঙ্গলবার (১৪ জানু:২৫ইং) আবেদ রাজা লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আর ২২ জানুয়ারি, সকাল ১১টায়, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ এ নেতাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা ও উপজেলা।এছাড়াও সিলেট বিমানবন্দরে সংবর্ধনা জানাতে হাজির হবেন সহস্রাধিক জনতা। এ নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে মতবিনিময় ও সভা-সমাবেশ।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেটের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, আবেদ রাজা’র পরিবার জাতীয়তাবাদী দলের জন্য একটি বড় শক্তি। আবেদ রাজা’র বড় ভাই তালাত আজিজ ছিলেন সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক । ফলে তাদের পরিবারকে নুহ্য করতে আওয়ামী নেতাকর্মীরা সকল সময় চালিয়েছে নানা ধরনের জুলুম নির্যাতনের স্টিমরোলার। এতো কিছুর পরও জাতীয়তাবাদী দলের সাথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আবেদ রাজা। তিনি দীর্ঘ ১৭ বছরপর দেশে আসছেন, তাই তাকে বরণ করতে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা জানান, দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন । তিনি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।
আবেদ রাজা বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি তাঁর দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন।
দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন ।
প্রেস বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D