দুর্বল-নিরীহ মানববন্ধনে উগ্রবাদ দমন হবে না : ওবায়দুল

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্রবাদীরা ইতোমধ্যে অর্থ, অস্ত্র এবং সাংগঠনিক শক্তিতে ভয়ঙ্কর অবস্থান তৈরি করেছে। এদের রুখতে খণ্ড খণ্ড দুর্বল ও নিরীহ মানববন্ধন করে লাভ হবে না।

তিনি বলেন, উগ্রবাদীদের অবস্থানে ফাটল ধরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে প্রবল গণজাগরণ সৃষ্টি করতে হবে।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা-সিলেট রুটে এনা ট্রান্সপোর্টের বিলাসবহুল বাস উদ্বোধনে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পরিবহন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। বড় বড় সেতু, মহাসড়ক চার লেনে উন্নীত করা, মেট্রোরেল, উড়াল সড়ক, উড়ালসেতু নির্মাণ করে যানজট কমবে না, যতক্ষণ পর্যন্ত ঢাকা মহানগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য ফিরিয়ে দেয়া না হবে এবং প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করা না যাবে।’

এনা ট্রান্সপোর্টের চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট