মুক্তির পর সোহেলকে ফের আটকের দাবি করেছে বিএনপি

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

মুক্তির পর সোহেলকে ফের আটকের দাবি করেছে বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল কেরাণীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বলে দাবি করেছে বিএনপির।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সোমবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে জামিনে মুক্তি নিয়ে বেরুনোর প্রস্তুতি নিচ্ছিলেন হাবীব উন নবী খান সোহেল।

তাকে রিসিভ করার জন্য আত্মীয়-স্বজনও এসেছিলেন কারাফটকে। কিন্তু ফটক থেকে ফের তাকে আটক করে ঢাকার ডিবি কার্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

২০১৫ সালে বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগসহ নাশকতার বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন হাবীব উন নবী খান সোহেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট