সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো দুই যাত্রী।

সোমবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মহাসড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। আহত মোটরসাইকেলের দুই আরোহি হলেন নোয়াকুট গ্রামের আহাদ আলীর ছেলে দুলাল মিয়া (দিলু) (৩০) ও গাংপাড় নোয়াকুট কান্দিগ্রাম সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ফুরকান মাহমুদ জানান, ভোলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা টুকের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে ডাকঘর নামক স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সাকেরা বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৩ জন রোগীর ধ্যে সুমন মিয়া মারা গেছেন। আর অন্য জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে একইদিন সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কে আরেকটি দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকায় মামার দোকানের সামনে সড়ক পারাপারের সময় আফতারুন নেছা (৬৫) নামের এই নারীর মৃত্যু হয়।

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম এলাকার মৃত জমির আলীর স্ত্রী।

মৃত্যুর বিষয়ট নিশ্চিত করেছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

জানা যায়, আফতারুন নেছা পীরেরবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সড়ক পার হতে গিয়ে তিনি একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান। ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে একইদিন সন্ধ্যায় মহানগরের মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন- দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেজরটিলা এলাকার চামেলিবাগে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯৭৯০) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৩৯৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট