‘জনগণ আ’লীগের দুঃশাসনে অতিষ্ঠ, মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি’

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা কাজী মামুনর রশীদ বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি ও জনগণের প্রত্যাশা। আশা করছি সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ২০১৭ নাগাদ মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে আয়োজিত লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। জনগণ সরকারকে প্রত্যাখান করেছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। শিগগিরই জাতীয় পার্টির ভূমিকা নিয়ে দেশের জনগণ স্পষ্ট হতে পারবেন। এসময় কাজী মামুনুর রশীদের সঙ্গে স্থানীয় ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট