৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ঢাকা আইনজীবী সমিতির (বার) নেতৃত্ব নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২০১৭-২০১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হচ্ছে এশিয়ার বৃহত্তম এই আইনজীবী সমিতির।
বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও ৯-৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মাঝে দুপুরে ১ ঘণ্টার বিরতি থাকবে। এ নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোটে মূল লড়াইটা হবে এই দুই প্যানেলের মধ্যে।
নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান। অন্যদিকে নীল প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।
২০১৭-২০১৮ মেয়াদে সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী শাহিনারা ইয়াসমিন, সহ-সভাপতি পদে মো. মনজুর আলম মনজু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটুয়ারি, লাইব্রেরি সম্পাদক পদে মো. মনোয়ারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং ক্রীড়া (খেলাধুলা) সম্পাদক পদে সাদিয়া আফরিন শিল্পী।
সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার, মো. খোরশেদ আলম পরভেজ, মো. মোস্তাফিজুর রহমান সুজন, মির্জা মো. জামাল হোসেন, মোহাম্মদ খায়েরুল ইসলাম, মো. মোশারফ হোসেন ভুইয়া মিশু, মো. সাইফুজ্জামান টিপু, মো. আহসান হাবিব, সাবিনা আক্তার দিপা, সাদিয়া আফরোজা, শেখ সাইদুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, সুমন মিয়া এবং ওয়ায়েস আহমেদ কায়েস।
অন্যদিকে সম্পাদকীয় পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী মো. আব্দুল বারিক, ট্রেজারার পদে মো. লতিফুর রহমান আযাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারয়ার কায়সার (রাহাত), সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে আবুল কালাম আযাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনাজ বেগম শিরিন, দফতর সম্পাদক পদে মো. আফানুর রহমান (রুবেল), সমাজকল্যাণ সম্পাদক পদে এমএবিএম খাইরুল ইসলাম (লিটন) এবং ক্রীড়া (খেলাধুলা) সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।
অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলের ১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মিসেস মিনারা বেগম, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন পান্নু এবং তামান্না খানম এরিন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D