শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জ অন্ধকারে

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জ অন্ধকারে

Manual7 Ad Code

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে আগুন লাগে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, অন্ধকারে ডুবে যায় পুরো হবিগঞ্জ।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া।

Manual2 Ad Code

তিনি বলেন, “বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গেছে।”

Manual6 Ad Code

পিডিবির হবিগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান, “আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। পুরোপুরি স্বাভাবিক হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।”

ঘটনার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে তাৎক্ষণিক তদন্ত ও মেরামত কার্যক্রম শুরু হয়েছে। তবে পুরো হবিগঞ্জ জেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে জনদুর্ভোগ বেড়েছে।

প্রসঙ্গত, এর আগেও ২০২২ সালের ২৯ মে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় কেন্দ্রের তিনটি ট্রান্সফরমারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে।

Manual4 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code