জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (১৫ জুন) সকাল ১০ টায় জৈন্তাপুর মডেল থানার পশ্চিমে (২০০ গজ সামনে) সিলেট-তামাবিল মহাসড়কের উত্তরপাশে ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে অবৈধ চিনি জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে ট্রাক রেখে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।

এর আগে ৬ জুন সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যার মূল্য ছিলো দেড় কোটি টাকারও বেশি। এটাই ছিলো সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় চোরাই চিনির চালান।

Manual5 Ad Code

অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়। ঘটনার ৬ দিন পর ১২ জুন সিলেটের এয়ারপোর্ট থানাধীন রংগীটিলা এলাকা থেকে মো. মনসুর আলী (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে- তিনি এ ঘটনার সঙ্গে জড়িত। গ্রেফতারের পরে পুলিশের কাছে প্রাথমিক স্বীকরোক্তির পর আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মনসুর।

পুলিশ আরও বলছে- বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে। তার দেওয়া তথ্যসমূহ যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code