৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩
গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) র্যালি ২২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামনে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মোঃ কবির রেজা কাদেরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা দেলোয়ার হোসেন জালালী, মুফতি শহিদুল্লাহ ফানেশ্বরী সুন্নি আল কাদেরী।
উদ্বোধন শেষে ট্রাক যুগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালি ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা নিজাম উদ্দিন বাবুল, লিলু মিয়া, মাষ্টার আব্দুল মতিন, মোঃ জাহাঙ্গীর, আব্দুর রহিম খোকন, সিনিয়র সহ সভাপতি তাসলিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি সুজাত আহমদ, শিক্ষক নিজাম উদ্দিন, কবির, শিকদার, মাসুম আহমদ, সহ সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী জাবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা উসমান আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাছুদ, সহ অর্থ সম্পাদক তুরু মিয়া, আব্দুর রহিম, নাজিম উদ্দিন, সাহান আহমদ, মোঃ মাছুম, ইয়াসিনুর রহমান, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মোঃ উসমান, ডালিম, নোমান, খায়ের প্রমুখ।
র্যালিতে দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও বড়লেখা উপজেলা, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরান থানা, জাফলং, কামালবাজার, পনাউল্লাহ সহ বিভিন্ন উপজেলা, থানা থেকে অসংখ্য আশেকে রাসুল (সাঃ) ও ওলীপ্রেমিক ভক্তগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা কবির রেজা ও হাফিজ আব্দুর রহিম।
মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত মেহমান মাওলানা ক্বারী গোলাম মোস্তফা মোহন।
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) আনন্দ র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (দঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (দঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন করি। পবিত্র জশনে জুলুছ আনন্দ র্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা বলে মন্তব্য করেন বক্তাগণ। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D